ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছিনতাইকারী ধরতে গিয়ে মিললো থানা থেকে লুট হওয়া অস্ত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৩, ২৫ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় ছিনতাইকারী চক্র ধরতে অভিযানে গিয়ে দুটি রিভলবারসহ ১৬ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার এসব অস্ত্র থানা থেকে লুট হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পাহাড়তলী থানা পুলিশের অভিযানে এসব অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়। সেখানে কাস্টম একাডেমির পেছনে ধোপপুল ব্রিজের পাশে খাল পাড়ে পড়ে ছিল এসব অস্ত্র ও বুলেট। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মূলত ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছিল। অভিযানে গিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা চট্টগ্রাম নগর এবং জেলার বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুটের ঘটনা ঘটে। এর পর থেকে বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার করতে অভিযান চালায় পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ঘোষণা দেওয়া হয়েছিল। থানায় সরাসরি দিতে না পারলে কোথাও ফেলে যেতে বলা হয়েছিল। ধারণা করা হচ্ছে কেউ এগুলো অনেক দিন আগে ফেলে গেছে।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি